মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও দি হাঙ্গাঁর প্রজেক্ট বাংলাদেশ-এর আয়োজন বৃহস্পতিবার বাল্যবিয়ে রোধে এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কণা। এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মো. নাসির উদ্দিন, জেলা তথ্য অফিসার দীপংকর বর, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্সী, গণ পূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী রিজাউল করিম।

“বাল্যবিয়েকে না বলুন, বাল্যবিয়ে শাস্তিযোগ্য অপরাধ” শীর্ষক আলোচনায় আরও অংশগ্রহণ করেন দি হাঙ্গাঁর প্রজেক্টের এলাকা সমন্বয়কারী মেহের আফরোজ মিতা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান খান, জেলা সুজনের সাধারণ সম্পাদক রাজন মাহমুদ, মাওলানা আব্দুল জব্বার, সালাহ্ উদ্দিন খান, জুয়েল চৌধুরী, বেলাল খান, আলী আকবর খোকা, মেহেদী হাসান সোহাগ প্রমুখ।

(এএসএ/এএস/অক্টোবর ২০, ২০১৬)