সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: সিরাজদিখান উপজেলার রশুনিয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী তাহমিনা জাহান আঁখির উপর হামলার ঘটনার নিন্দা ও দোষীর শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত আধা ঘন্টা উপজেলার রশুনিয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয় ফটক সংলগ্ন সিরাজদিখান - –নিমতলা রাস্তায় তামিনাকে কুপিয়ে যখম করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করে।

মানববন্ধনে অংশ নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল রশিদ তালুকদার,সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, সিরাজদিখান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম, সিরাজদিখান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন,সাবেক রশুনিয়া ইউপি চেয়ারম্যান রুহুল আমিন,মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আলী আহম্মেদ বাচ্চু,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক সহিদ ঢালী,উপজেলা যুবলীগ যুগ্ন আহব্বায়ক মাসুদ লস্কর, রশুনিয়া মহিলা ইউপি সদস্য নয়ন তাড়া বেগমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ।

মানব বন্ধনে তাহমিনা জাহান আখির উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয় একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করা হয়।

প্রচন্ড রোদ উপেক্ষা করে স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা রাস্তায় প্লে-কার্ড হাতে রশুনিয়া স্কুলের ছাত্রী তাহমিনা আক্তার আখির উপর নৃসংশ হামলার দ্রুত বিচার দাবি করে। উল্লেখ্য রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী তাহামিনা আক্তার আখিকে গত মঙ্গলবার সন্ধ্যায় ঘরে প্রবেশ করে সন্ত্রাসীরা চাপাতি দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে।সে চোরমর্দ্দন গ্রামের পান বিক্রেতা তফিজ উদ্দিন উদ্দিন হাওলাদারের তৃতীয় মেয়ে। বর্তমানে তাহমিনা আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।



(এসডিআর/এস/অক্টোবর ২০, ২০১৬)