কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা সিটি কর্পোরেশনের ২০১৪-১৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কুমিল্লা সিটি কর্পোরেশনের অতীন্দ্র মোহন সম্মেলন কক্ষে সিটি মেয়র মনিরুল হক সাক্কুর সভাপতিত্বে এই বাজেট ঘোষণা করা হয়।

এর আগে দু’বার প্রাক বাজেট অনুষ্ঠনে সম্ভাব্য আয়ের খাত ও ব্যয়ের খাতের নমুনা বাজেট পেশ করেন। এ বছর কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৫৬ কোটি ৫৬ লাখ ১৭ হাজার ১৪৯ টাকার বাজেট ঘোষণা করা হয়। এই বিশাল বাজেটে আয়ের উৎস ধরা হয়েছে সিটি কর্পোরেশনের বিভিন্ন দপ্তরের দোকান ভাড়া, হাটবাজার ইজারা, বিল্ডিং প্লান, ট্রেড লাইসেন্স, রিক্সার প্লেট, পানি, গ্যাস, বিদ্যুৎ, টিএন্ডটি লাইন বিল, সাইনবোর্ড বিলবোর্ড, বিদেশী দাতা সংস্থা জাইকা, বিশ্বব্যাংকের অনুদান থেকে বাস্তবায়িত হবে।
সিটি মেয়র মনিরুল হক সাক্কু বাজেট ঘোষণার পর বলেছেন বাজেট বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই। কুমিল্লাকে আমরা আধুনিক নগর করতে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছি এবং এ বাজেটে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। ইনশাআল্লাহ এ বাজেট বাস্তবায়ন হবে।
(এইচকেজে/এএস/জুন ১২, ২০১৪)