স্পোর্টস ডেস্ক : মেহদী হাসান মিরাজের কাছে প্রথম উইকেট হারানো ইংল্যান্ড তার শেষ উইকেট হারাল বাংলাদেশের এই স্পিনারের কাছে। অভিষেক টেস্টে ৬ উইকেট শিকার করলেন মেহদী হাসান মিরাজ। দ্বিতীয় দিন অবশ্য গুরুত্বপূর্ণ দুই উইকেট শিকার করে বাংলাদেশকে সফলতা এনে দিয়েছেন তাইজুল ইসলাম।

প্রথম দিন কোন উইকেট না পেলেও দ্বিতীয় দিনের শুরু থেকে জ্বলে ওঠেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। প্রথম দিন ৭৭ বলে ৩৬ রান করা ক্রিস ওয়েকসকে কোন রান করার সুযোগ না দিয়ে ক্যাচের ফাঁদে ফেলে আউট করেন তাইজুল। এরপর ৫৪ বলে ২৬ রান করা আদিল রশিদকে ক্যাচের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান তিনি।

এর আগে মিরাজের রাজকীয় অভিষেকে প্রথম দিন শেষে ৭ উইকেট হারিয়ে ২৫৮ রান তুলতে সক্ষম হয় ইংলিশরা। প্রথম দিন অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজের বল হাতে ৬৪ রানে ৫ উইকেট নেন। দ্বিতীয় দিনে ইংল্যান্ডের শেষ উইকেটটি নিজের ঝুলিতে ভরার পর তার অভিষেক টেস্ট ইনিংসের বোলিং ফিগার দাঁড়িয়েছে ৩৯.৫ ওভারে ৮০ রান দিয়ে ৬ উইকেট।

বাংলাদেশের পক্ষে দুইটি করে উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম।

অন্যদিকে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেছেন মঈন আলী। এ ছাড়াও হাফসেঞ্চুরি পেয়েছেন জনি বেরিস্টো। জো রুট করেছেন ৪০ রান।

প্রথম ইনিংস:
ইংল্যান্ড : ২৯৩ (১০৫.৫ ওভার)
মঈন আলী- ৬৮ (১৭০), জনি বেরিস্টো- ৫২ (১২৬)
মেহদী হাসান মিরাজ- ৬/৮০, সাকিব আল হাসান- ২/৪৬




(ওএস/এস/অক্টোবর ২১, ২০১৬)