স্পোর্টস ডেস্ক : গত মৌসুমের শেষ তিন টেস্টে আঙুলের চোটের কারণে কিপিং করেননি মুশফিকুর রহিম। ৪৯তম টেস্টে আবারো উইকেটের পেছনে দাঁড়িয়ে গড়লেন অনন্য এক কীর্তি। বাংলাদেশের হয়ে উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড নিজের করে নিয়েছেন মুশফিক।

টেস্ট ক্যারিয়ার শুরুর পর থেকে উইকেটের পেছনে দায়িত্ব সামলেছেন মুশফিক। তবে, সাদা পোশাকে পাঁচটি ম্যাচে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেননি তিনি।

সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে ইনিংসের ১০৬তম ওভারে মেহেদী হাসান মিরাজের বলে উইকেটের পেছনে মুশফিকের গ্লাভসবন্দি হন স্টুয়ার্ট ব্রড। তাতে থেমে যায় ইংলিশদের ইনিংস। আর হয়ে যায় মুশফিকের সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড।

ওই ক্যাচ নিয়েই মুশফিক ছাড়িয়ে যান টাইগারদের সাবেক উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলটের সর্বোচ্চ ডিসমিসালকে। ৮৭ ডিসমিসাল নিয়ে এতদিন শীর্ষে ছিলেন খালেদ মাসুদ। মুশফিক চট্টগ্রাম টেস্ট শুরু করেছিলেন ৮৬ ডিসমিসাল নিয়ে। ৮৮ ডিসমিসাল নিয়ে বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ডিসমিসাল এখন মুশফিকের।

৮৮ ডিসমিসাল করতে মুশফিকের রয়েছে গ্লাভস হাতে ৭৭টি ক্যাচ আর ১১টি স্ট্যাম্পিং। খালেদ মাসুদের ক্যাচ ছিল ৭৮টি আর স্ট্যাম্পিং ৯টি।

(ওএস/এএস/অক্টোবর ২১, ২০১৬)