আন্তর্জাতিক ডেস্ক :ভারতীয় সীমান্ত প্রতিরক্ষা বাহিনী বিএসএফ দাবি করেছে, তারা পাকিস্তানি সীমান্ত প্রতিরক্ষা বাহিনীর (পাকিস্তানি রেঞ্জার্স) ৭ সদস্য ও এক সন্ত্রাসীকে হত্যা করেছে। জম্মু ও কাশ্মিরের কাথুয়া জেলার আন্তর্জাতিক সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি বিএসএফের। এ সময় এক বিএসএফ জওয়ান আহত হয়েছে। তবে এ ঘটনার বিষয়ে পাকিস্তানের সরকারের কোন বক্তব্য কিংবা দেশটির সংবাদমাধ্যমে কোন খবর পাওয়া যায়নি।

শুক্রবার সকাল সাড়ে নয়টায় পাকিস্তানি রেঞ্জার্স হিরা নগর এলাকার ভারতীয় সীমান্ত চৌকি লক্ষ্য করে স্নাইপার হামলা চালায় বলে জানায় বিএসএফ। জবাবে বিএসএফ বড় ধরনের হামলা শুরু করে। এতে ৭ রেঞ্জার্স জওয়ান ও এক সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি ভারতীয় বাহিনীর।

বিএসএফ আরো বলছে, এই হত্যাকাণ্ডের বিষয়টি পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছে। দেশটির একটি গণমাধ্যম পাঁচ জওয়ানের নিহত হওয়ার খবর প্রকাশ করেছে বলে দাবি তাদের। স্নাইপার রাইফেলের গুলিতে একজন ভারতীয় কনস্টেবল আহত হওয়ার পরই ভারত হামলা চালায়। আহত গুরমান সিংকে জম্মুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।








(ওএস/এস/অক্টোবর ২২, ২০১৬)