স্টাফ রিপোর্টার : ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি (ন্যাপ ঐক্য) পঙ্কজ ভট্টাচার্য বলেছেন, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে হাজারো নেতাকর্মী উপস্থিত থাকলেও ত্যাগী কোনো নেতা দেখছি না।

তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর সময়ের সম্মেলন দেখেছি। ঐ সময়ের নেতাকর্মীরা দেশ ও জাতির জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। কিন্তু এখানে যেসব নেতাকর্মীদের আমি দেখছি তাদের বাচনভঙ্গি দেখে মনে হচ্ছে না তারা জীবন উৎসর্গ করতে পারবে। এখন যদি আওয়ামী লীগে ৭৫ এর মত কোনো দুর্যোগ আসে তা মোকাবিলা করতে দলে ত্যাগী নেতা নেই বলে মনে করছি।

তিনি বলেন, তৃণমূল থেকে গড়ে উঠা এই আওয়ামী লীগ সব সময় বৈষম্যের বিরুদ্ধে আর অসহায় মানুষের পক্ষে কাজ করেছে।

এমন এক সময় সম্মেলন হচ্ছে যখন জঙ্গিবাদ, সম্রাজ্যবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে। এমন সময়ে শেখ হাসিনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আওয়ামী লীগকে ৭১ এর সেই বঙ্গবন্ধুর আদর্শে ফিরে যেতে হবে।

উল্লেখ্য, আজ সকালে বর্ণাঢ্য আয়োজনে দলের ২০তম সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সঙ্গীতের পর পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেখ হাসিনা। এবারের কাউন্সিলে আওয়ামী লীগের স্লোগান হচ্ছে, ‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার, এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার’।

(ওএস/এএস/অক্টোবর ২২, ২০১৬)