বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের চৌ-ঢালু বিল থেকে আছান উদ্দিন (৩৩) নামে এক বিল পাহারাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইউনিয়নের বড় ময়দান গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। শনিবার সকাল সাড়ে আটটার দিকে পুলিশ তাঁর লাশটি চৌ-ঢালু বিলের শীতলি বাড়ি সংলগ্ন ডুবা থেকে উদ্ধার করে। লাশের শরীরের ২টি স্থানে জখম রয়েছে।

এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দেলোয়ার হোসেন (২০) নামের এক যুবককে আটক করেছে। আটক হওয়া যুবক দাসেরবাজার ইউনিয়নের নেরাকান্দি গ্রামের আজিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে ছ’টার দিকে বিলের অন্য সহকর্মীরা আছান উদ্দিনকে রাতের ভাত দিতে গিয়ে পাহারার নৌকায় পাননি। এসময় সহকর্মীরা পাহারার নৌকায় তাঁর সার্ট, মোবাইল ফোন পড়ে থাকতে দেখেন। তখন থেকেই বিল ও আশপাশের বিভিন্ন স্থানে তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন তারা। অনেক খোঁজাখুঁজির পরও আছানকে না পেয়ে রাত সাড়ে তিনটার দিকে নিখোঁজের বিষয়টি বড়লেখা থানা পুলিশকে অবহিত করেন স্বজনরা। পুলিশও তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে তাঁর খোঁজ করে পায়নি।

এদিকে শনিবার ভোর পাঁচটার দিকে স্থানীয় লোকজন চৌ-ঢালু বিলের শীতলি বাড়ি এলাকায় তাঁর লাশ পানিতে ভাসতে দেখেন। স্থানীয়ভাবে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে প্রেরণ করেছে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এখনো মামলা হয়নি। প্রক্রিয়াধীন আছে। জিজ্ঞাসাবাদের জন্য দেলোয়ার হোসেন নামের এক যুবককে আটক করা হয়েছে।’

(এলএস/এএস/অক্টোবর ২২, ২০১৬)