নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি : টাংগাইলের নাগরপুরে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০১৬ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুলক চক্রবর্তী নাগরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমি নাশক ট্যাবলেট খাইয়ে এ কার্যক্রম শুরু করেন।

নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সার্বিক সহযোগীতায় ২২-২৭ অক্টোবর পর্যন্ত উপজেলার প্রাথমিক স্তরের প্রায় প্রতিটি শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।

নাগরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রজাপতি রাজবংশীর সভাপতিত্বে বক্তব্য রাখতে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পূলক চক্রবর্তী বলেন সুস্থ্য শিশু নিরাপদ প্রজন্ম এবং এই শিশুই আগামীতে সোনার বাংলা গড়ে তুলবে,এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ফরহাদ হোসেন ।

(আরএসআর/এএস/অক্টোবর ২২, ২০১৬)