কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১ টায় দোষারোপ নয়, দুর্ঘটনার কারণ জানতে হবে, সবাইকে নিয়ম মানতে হবে” এ স্লোগানকে সামনে রেখে এ র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

র‌্যালী শেষে জেলা কালেকক্টর চত্বর শহীদ নিরাপদ সড়ক চাই কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি কেএম জাহিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নুরুন্নবী বাবু, এ্যাড, খন্দকার আনিছুর রহমান লিটু, ফজলুর রহমান, আশরাফুল ইসলাম, আক্তারুজ্জামান নেওয়াজ পল্টু, দৈনিক সময়ের কাগজ পত্রিকার সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনারোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। রাস্তায় ট্রাফিক সিগন্যালগুলো মেনে চলতে হবে। আমরা নিজেরা যদি সচেতন হতে পারি তাহলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।

‘নিরাপদ সড়ক চাই’ কুষ্টিয়া জেলা কমিটির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী পৌরসভার গেট থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

(এএকে/এএস/অক্টোবর ২২, ২০১৬)