দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী : গত দুই দিনে রাজবাড়ী জেলার আলোচিত পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম এর নির্দেশক্রমে রাজবাড়ীর পদ্মানদীর বিভিন্ন পয়েন্ট থেকে বিপুল পরিমান করেন্ট জাল জব্দ করে রাজবাড়ী জেলা পুলিশ।

আজ শনিবার বিকাল ৪টায় রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের উপস্থিতিতে পুলিশ লাইন্স মাঠে এই অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার কিন্তু অনেক জেলে এই আইন লঙ্ঘন করে ইলিশ স্বীকার করছে। তাদেরকে আইনের আওতায় বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হচ্ছে এবং আজ এই অবৈধ কারন্টে জাল ধ্বংস করা হয়।

তিনি আরো বলেন, গত ২৪ ঘন্টায় ৭০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার এবং ৩৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়। পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।

(ডিবি/এএস/অক্টোবর ২২, ২০১৬)