বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : হত দরিদ্রদের জন্য ১০ টাকা কেজি ধরে চাল বিক্রিতে অনিয়মের দায়ে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় দুই ডিলারকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এরা হচ্ছেন-উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মুড়াউল বাজারের ডিলার নাছির উদ্দিন, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঁঠালতলী বাজারের আব্দুর রহিম। শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলার নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন এই আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ১০ টাকা কেজি ধরের চাল বিক্রিতে ওজনে কম দেওয়ার অপরাধে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মুড়াউল বাজারের ডিলার নাছির উদ্দিনকে ৩ হাজার টাকা ও দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঁঠালতলী বাজারের আব্দুর রহিমকে মজুদকৃত চালে ৩ বস্তা কম থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয় ।

এছাড়া উপজেলার দক্ষিণভাগ বাজারে ব্যবসায়ী হাছিব আলীকে চটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির দায়ে ১০ হাজার টাকা, পৌর শহরের পানিদার এলাকার শ্যামলী বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে ৫ হাজার, চান্দগ্রাম বাজারের ব্যবসায়ী শাহাজাহান আহমদকে আয়োডিনবিহীন লবণ বিক্রির দায়ে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় স্যানিটারি ইন্সপেক্টর জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

(এলএস/এএস/অক্টোবর ২২, ২০১৬)