নওগাঁ প্রতিনিধি : শনিবার নওগাঁর নিয়ামতপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এদিন সকাল সাড়ে ১০টায় নিয়ামতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫-১২ বছরের শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রেজাউল করিম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জয়ন্ত কুমার সরকার, নিয়ামতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন তোতা, সহকারী শিক্ষিকা রোকেয়া বেগম প্রমুখ।

এবারে নিয়ামতপুর উপজেলায় সর্বমোট ৩৬ হাজার ১শ’ ১৫ শিশুকে এই কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। আগামী ২৭ অক্টোবর পর্যন্ত কর্মসূচী চলবে।

(বিএম/এএস/অক্টোবর ২২, ২০১৬)