কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার স্থগিত ২টি কেন্দ্রের ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে চলছে।

বুধবার সকাল ৮টায় ওইসব কেন্দ্রের ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচন কমিশন সূত্র জানায়, স্থগিত ২টি কেন্দ্রকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।
কক্সবাজারের নির্বাচন কমিশনার ও জেলা প্রশাসক রুহুল আমিন জানিয়েছেন, শতাধিক পুলিশের পাশাপাশি, কোস্টগার্ড, র‌্যাব দায়িত্ব পালন করছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রতিকর ঘটনা ঘটেনি।
(টিটি/এএস/এপ্রিল ০৯, ২০১৪)