গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কতুবদিয়া এলাকায় ৮ম শ্রেণিতে পড়ুয়া মুন্নী নামের এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবি প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মুন্নীকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের বাবা শহিদুল ইসলাম বলেন, মুন্নী স্কুলে আসা-যাওয়ার পথে আরাফাত সরকার নামের এক যুবক রাস্তায় বিভিন্ন সময় উত্যক্ত করতো। মঙ্গলবার ভোরে আমার মেয়ের ঘরে ঢুকে ওড়না দিয়ে গলা পেঁচিয়ে হত্যা করে পালিয়ে যায় আরাফাত সরকার।

অভিযুক্ত আরাফাত একই এলাকার শ্রমিক নেতা আতাউর সরকারের ছেলে।

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

(ওএস/এএস/অক্টোবর ২৬, ২০১৬)