গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে গার্মেন্টস কর্মকর্তা-কর্মচারীরা এক সাংবাদিককে মারধর করায় এর প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সাংবাদিকরা বিক্ষোভ মিছিল ও টঙ্গী-কালীগঞ্জ সড়ক অবরোধ করেছে।

আহত দৈনিক বণিক বার্তার টঙ্গী প্রতিনিধি পলাশ প্রধানকে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টঙ্গী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া জানান, টঙ্গীর আউচপাড়া এলাকার সিনকি গার্মেন্টসে শ্রমিক অসন্তোষ চলছে এমন খবর পেয়ে সাংবাদিক পলাশ প্রধান সংবাদ সংগ্রহ করতে ওই গার্মেন্টসে গেলে কর্মকর্তা-কর্মচারীরদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে ওই গার্মেন্টসের কর্মকর্তা-কর্মচারীরা পলাশকে মারধর করে। পরে তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এর প্রতিবাদে স্থানীয় সাংবাদিকরা বিকেল ৫টার দিকে বিক্ষোভ, টঙ্গী-কালীগঞ্জ সড়ক অবরোধ করে। খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে বিকেল সাড়ে ৫টার দিকে অবরোধ তুলে নেয়।

(ওএস/এস/জুন ১২, ২০১৪)