গোপালগঞ্জ প্রতিনিধি : মুক্তিযুদ্ধের হেমায়েত বাহিনী প্রধান হেমায়েত উদ্দিন বীর বিক্রমের মৃত্যুতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শোক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হেমায়েত বাহিনী মুক্তিযোদ্ধা প্রজন্ম এ শোক ও আলোচনা সভার আয়োজন করে।

আজ বুধবার সকাল ১১টায় উপজেলার টুপুরিয়া গ্রামের হেমায়েত বহিনী স্মৃতি জাদুঘরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাবেক কমান্ডার সামচুল হক, ডেপুটি কমান্ডার মুজিবুল হক, সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম দাড়িয়া, মুক্তিযোদ্ধা শেখ আব্দুল রাজ্জাক, মুক্তিযোদ্ধা প্রজন্ম খান চমন-ই- এলাহী, রফিকুল ইসলাম তালুকদার, নজরুল ইসলাম স্বপন, শামীম আহম্মেদ, লুৎফর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। বক্তরা মুক্তিযুদ্ধে হেমায়েত বাহিনী প্রধান হেমায়েত উদ্দিন বীর বিক্রমের অবদানের কথা তুলে ধরেন।

প্রসঙ্গত, গত শনিবার রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এই বিশিষ্ট মুক্তিযোদ্ধা ইন্তেকাল করেন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখায় তাকে বীর বিক্রম উপাধিতে ভূষিত করা।

(পিএম/এএস/অক্টোবর ২৬, ২০১৬)