শামীম হাসান মিলন, চাটমোহর (পাবনা) : পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চিকনাই নদীতে মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
 

মূলগ্রাম ইউনিয়ন পরিষদ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা কে এম আতাউর রহমান রানা। প্রতিযোগিতার উদ্বোধন করেন পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মো. আব্দুল হামিদ মাষ্টার। স্বাগত বক্তব্য দেন, প্রতিযোগিতার আয়োজক মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুল ইসলাম বকুল। এ সময় বিএমএ পাবনা জেলা সভাপতি ডা. গোলজার হোসেন, পার্শ্বডাঙ্গা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আজাহার আলী, ফৈলজানার সাবেক চেয়ারম্যান আজাদ হোসেন, আ’লীগ নেতা আবুল হোসেন ধনী, ইসাহাক আলী মানিক, সাহেব আলী মাষ্টারসহ আ’লীগের নেতৃবৃন্দ, সাংবাদিক, ইউপি সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার প্রথম দিনে ৬টি নৌকা অংশ নেয়।

নৌকা বাইচ দেখতে ওইএলাকা ও আশেপাশের এলাকার হাজার হাজার নারী-পুরুষ, শিশু-কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধরা নদী পাড়ে ভিড় করেন।

(এসএইচএম/এএস/অক্টোবর ২৭, ২০১৬)