চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে বন্দুকযুদ্ধে তিন ডাকাত সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে র‌্যাব। এ সময় তিনটি পিস্তল, দুটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

জেলার মিরসরাই উপজেলার কমলদহ বাইপাস এলাকায় শুক্রবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

শনিবার সকালে র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।

তিনি জানান, ফেনী থেকে চট্টগ্রামে আসার পথে রাত আড়াউটার দিকে উপজেলার নিজামপুর পুলিশ ফাঁড়ির কমলদহ বাইপাস এলাকায় সাধারণ যাত্রী মনে করে র‌্যাবের উপর হামলা করে ডাকাতরা। এ সময় র‌্যাবের গাড়িকে ব্যারিকেড দিয়ে গুলি করে চাকা পাংচার করে দেয় তারা।

অবস্থা বেগতিক দেখে র‌্যাব সদস্যরা গুলি চালায়। এতে উভয়পক্ষের গোলাগুলিতে তিন ডাকাত সদস্য ও দুই র‌্যাব সদস্য আহত হয়। আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিন ডাকাত সদস্যকে মৃত ঘোষণা করেন।

(ওএস/এএস/অক্টোবর ২৯, ২০১৬)