ভোলা প্রতিনিধি : ভোলায় ঝড়ের কবলে পড়ে ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা ফেরিঘাটের পন্টুন সরে যাওয়ায় বুধবার থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে উভয় পাড়ে আটকা পড়েছে কয়েকশ বাস ট্রাক। বুধবার দুপুরে ঘুর্নিঝড়ে পন্টুন গ্যাংওয়েসহ ১০/১২ হাত সরে যায়। বৃহস্পতিবার দুপুরে উদ্ধারকারী জাহাজ অগ্রবর্তী ইলিশা উদ্ধার কাজ শুরু করেছে। এদিকে ফেরি ও নিরাপদ নৌযান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে ট্রলার যোগে উত্তাল মেঘনা পাড়ি দিয়ে ঢাকা, চট্রগ্রাম যাতায়াত করতে হয়। সহকারী সিহাব উদ্দিন জানান, পন্টুন রিপলেসনা না করা পর্যন্ত ফেরি ছাড়া যাবে না। তবে লক্ষ্মীপুর থেকে একটি ফেরি বিকেলে ভোলার ইলিশার উদ্দেশে ছেড়ে আসে। পন্টুন স্থাপন না করা পর্যন্ত ওই ফেরির যানবাহন আনলোড করা যাবে না বলেও তিনি জানান। (ওএস/এস/জুন ১২, ২০১৪)