স্টাফ রিপোর্টার : দেশের গণতন্ত্রকে ‘হারানো গণতন্ত্র’ উল্লেখ করে তা ফিরিয়ে আনতে নেতাকর্মীদের শপথ নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পেশাজীবী ও ছাত্রছাত্রীসহ সব শ্রেণির মানুষদের এগিয়ে আসতে হবে। অন্যথায় জাতি যে সংকটের মধ্যে আছে, এই সংকট আরও বৃদ্ধি পাবে। 

রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

‘শেখ হাসিনার মূলমন্ত্র উন্নয়নের গণতন্ত্র’- আওয়ামী লীগের এ স্লোগানের কথা উল্লেখ করে আমীর খসরু বলেন, উন্নয়নের ওপর নির্ভর করে আইয়ুব খানও দেশ শাসন করেছেন। কিন্তু শেষ পর্যন্ত আইয়ুব খান টিকে থাকতে পারেননি। আজকে একইভাবে আওয়ামী লীগ বাক-স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা হরণ ও জনগণের ভোটাধিকার হরণ করে দেশ পরিচালনা করছে। তবে এ ধরনের শাসনে আইয়ুব খান থাকতে পারেননি, হাসিনাও পারবেন না।

আয়োজক সংগঠনের সভাপতি কবীর মুরাদের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপি নেতা কেএম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

(ওএস/এএস/অক্টোবর ৩০, ২০১৬)