স্টাফ রিপোর্টার : ইব্রাহিম কার্ডিয়াকে চিকিৎসাধীন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় নেতা  বিপুল ঘোষের শারীরিক অবস্থার ক্রমান্নতির ধারা অব্যাহত রয়েছে।  শারীরিক অবস্থার এই উন্নতির ধারা বজায় থাকলে আগামী মঙ্গলবার বিপুল ঘোষকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলে হাসপাতাল সূত্র আভাস দিয়েছে।

বিপুল ঘোষের পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার ছাড়া পেলে তাঁকে ল্যাবএইডে একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞকে দেখানো হবে। তারপর ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাঁকে ফরিদপুরের বাড়িতে নিয়ে যাওয়া হবে। এক মাস পর রুটিন চেকআপের জন্য আবার তাঁকে ইব্রাহিম কার্ডিয়াকে আনা হবে।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর হৃদযন্ত্রের জটিলতা নিয়ে ইব্রাহিম কার্ডিয়াকে ভর্তি হন বিপুল ঘোষ। প্রফেসর ডা. মাসুম সিরাজ প্রথমে ৫ অক্টোবর তাঁর হৃদপিণ্ডে ভাল্ব প্রতিস্থাপন করবার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু বিপুল ঘোষের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৫ অক্টোবর ভাল্ব প্রতিস্থাপন করা যায়নি। পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসার পর ১৫ অক্টোবর শনিবার দুপুরে হৃদপিণ্ডে অপারেশনের মাধ্যমে ভাল্ব প্রতিস্থাপনের সিদ্ধান্ত হয়। বিপুল ঘোষের শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ অক্টোবরও তাঁর হৃদপিণ্ডে অপারেশন করা যায়নি। পরে ১৮ অক্টোবর বিপুল ঘোষের হৃদপিণ্ডে সফলভাবে ভাল্ব প্রতিস্থাপন করা হয়।

(পিএস/এএস/অক্টোবর ৩০, ২০১৬)