স্টাফ রিপোর্টার : সিপাহী বিপ্লবের নামে ৭ নভেম্বর কোনো কর্মস‍ূচি বের করা হলে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি তা কঠোর হস্তে প্রতিহত করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে সোমবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

সভায় প্রধান অতিথি ছিলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

হানিফ বলেন, সিপাহী বিপ্লবের নামে ১৯৭৫ সালের ৭ নভেম্বর ১২শ’ সৈন্যকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দেওয়া হয়েছিলো। বিপ্লব দিবসের নামে কোনো কর্মসূচি পালন করার চেষ্টা করলে কঠোর ভাবে তা প্রতিহত করা হবে। ন্যক্করজনক হত্যাকাণ্ডের সমর্থন করে কর্মসূচি নিলে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না।

আয়োজক সংগঠনের সভাপতি এ কে এম রহমতুল্লাহর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, সংসদ সদস্য আসলামুল হক, সিনিয়র সহ-সভাপতি শেখ বজলুর রহমান বজলু।

(ওএস/এএস/অক্টোবর ৩১, ২০১৬)