মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় মঙ্গলবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিলো খাগদী যুব ভবনে জাতীয় যুব দিবসের উদ্বোধন অনুষ্ঠান, যুব ভবন মিলনায়তনে আলোচনা সভা, প্রশিক্ষিত যুবদের মধ্যে যুব ঋণ বিতরণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও বিকেলে রাস্তির পুটিয়া গ্রামে মোড়ল মেমোরিয়াল রিসার্স সেন্টারে অপ্রাতিষ্ঠানিক যুব প্রশিক্ষণের উদ্বোধন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুরের যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মো. নাসির উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আলী আহসান, জেলা সমবায় কর্মকর্তা হারুণ-অর-রশীদ, সাংবাদিক শাহজাহান খান, উন্নয়নকর্মী সাহানা নাসরিন রুবি প্রমুখ।

(এএসএ/এএস/নভেম্বর ০১, ২০১৬)