সোনাগাজী (ফেনী) প্রতিনিধি : সোনাগাজী উপজেলা সদরের জিরোপয়েন্টে মডেল থানা সংলগ্ন  মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মান কাজ দ্রুত গতিতে চলছে। জানা যায়, ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠানিকভাবে কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী। এরপর বর্ষার কারণে কিছুদিন নির্মাণ কাজ স্থগিত ছিল। গত সপ্তাহে পুনরায় চালু হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ নাসির উদ্দিন জানান, কিছুদিন পানির কারণে স্থগিত থাকার পর অাবার পুরোদমে কাজ চালু হয়েছে। অাশা করি নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে।

উল্লেখ্য, সোনাগাজী উপজেলা সদরের জিরো পয়েন্ট সংলগ্ন জেলা পরিষদের ৮ শতক ভূমিতে ২ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে তিনতলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি নির্মাণ করা হচ্ছে।

(এসআইএম/এএস/নভেম্বর ০২, ২০১৬)