কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় বৃহস্পতিবার রাতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে জেলা ট্রাক ও ট্রাংকলরি পরিবহন শ্রমিক ইউনিয়ন এবং ট্রাক মালিক সমিতি। শ্রমিকদের উপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।

সংগঠনের নেতারা জানান, বৃহস্পতিবার দুপুরে ত্রিমোহনী এলাকায় ট্রাক শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের নামে ট্রাক ড্রাইভারদের কাছ থেকে চাঁদা দাবি করে যুবলীগের নেতাকর্মীরা। এসময় চাঁদা দিতে না চাইলে যুবলীগ এর নেতাকর্মীরা ট্রাক শ্রমিকদের উপর হামলা করে এবং ভাংচুর চালায়। এর প্রতিবাদে ট্রাক ও ট্রাংকলরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তারা।

জানা গেছে, কুষ্টিয়া মডেল থানার পক্ষ থেকে বিরোধ নিষ্পত্তির পদক্ষেপ নেয়ার আশ্বাস দেয়া হলেও কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। ফলে শুক্রবার সকাল ৬টা থেকে কুষ্টিয়া জেলায় ট্রাক ও ট্রাংকলরি পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে অনির্দিষ্ট কালের ধর্মঘটের ডাক দেয়া হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

(ওএস/জেএ/জুন ১৩, ২০১৪)