শাবি প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু ধর্মাবম্বীদের উপর হামলাকারীদের অন্ধকার জগতের মানুষ বলে আখ্যায়িত করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

নাসিরনগরে হিন্দু ধর্মাবম্বীদের উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসে এক র‌্যালি পরবর্তী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ এ কর্মসূচির আয়োজন করে।

অধ্যাপক জাফর ইকবাল বলেন, এদেশে সবার থাকার অধিকার আছে। সে হিসেবে মানুষটা আমার ধর্মের না ভিন্ন ধর্মের, সাদা কি কালো, তার ভাষা কী, সংস্কৃতি কী তা বিবেচ্য নয়।

সমাবেশে আরো বক্তব্য দেন- আয়োজক সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম, অধ্যাপক ড. সুশান্ত কুমার দাস প্রমুখ।

(ওএস/এএস/নভেম্বর ০৩, ২০১৬)