মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনির খাসেরহাট ইউনিয়নের কানুরগাও গ্রামের দুর্ঘটনার শিকার হয়ে অসুস্থ আ. ছালাম ঘরামীকে চিকিৎসার জন্য ১০ হাজার টাকা আর্থিক সহযোগিতা করা হয়।

মাদারীপুর সমিতির সভাপতি মাদারীপুর পেয়ারপুরের মিয়া বাড়ির ছেলে ইতালী প্রবাসী ওয়াদুদ মিয়া ওরফে জনি মিয়ার পাঠানো ১০ হাজার টাকা বৃহস্পতিবার দুপুরে উন্নয়ন সংস্থা নকশি কাঁথার আয়োজনে টুম্পা ইলেক্ট্র কর্ণারে অনুষ্ঠিত সভার মাধ্যমে অসুস্থ আ. ছালাম ঘরামীর মেয়ে কেয়া আক্তারের হাতে তুলে দেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন নকশি কাঁথার নির্বাহী পরিচালক সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস অভ নেচারের প্রতিষ্ঠাতা পরিচালক রাজন মাহমুদ, বিআরবি কেবলস এর মাদারীপুর শাখাার ম্যানেজার মো. হেলাল উদ্দিন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের মাদারীপুর জেলা শাখার সহ-সভাপতি মুহা. সেলিম ফরাজী, সাংবাদিক এম.ডি আহসান কাজল, ব্যবসায়িক মিজানুর রহমান প্রমুখ।

এসময় অসুস্থ আ. ছালাম ঘরামীর মেয়ে কেয়া আক্তার বলেন, ইতালী প্রবাসী জনি মিয়াকে ধন্যবাদ জানাই। তার এই সহযোগিতায় আমাদের কিছুটা হলেও উপকার হবে। বাবার চিকিৎসা করাতে পারবো এবং ঔষুধ কিনে খাওয়াতে পারবো। এজন্য তার প্রতি আমিসহ আমাদের পরিবার কৃতজ্ঞ।

(এএসএ/এএস/নভেম্বর ০৩, ২০১৬)