স্টাফ রিপোর্টার : ইব্রাহিম কার্ডিয়াকে চিকিৎসাধীন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় নেতা বিপুল ঘোষ আজ সন্ধ্যা সোয়া ৬ টার দিকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বিপুল ঘোষের ভাতিজি এডভোকেট ছন্দা ঘোষ জানিয়েছেন, আজ তার কাকু দারুণ হাসিখুশি। দারুণ স্মার্টও লাগছে তাঁকে। অনেকদিন তারা তার কাকুকে এমন হাসিখুশি দেখেননি। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আনন্দে তিনি বেশ আয়েশ করে আজ দুপুরের খাবার খেয়েছেন।

বিপুল ঘোষের ভাতিজা কাজল বলেন, আজ তার কাকু ল্যাবএইডে একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞকে দেখাবেন এবং আজ রাতেই তিনি ফরিদপুরের বাড়িতে চলে যাবেন। একমাস হাসপাতালে থাকতে থাকতে কাকু ফরিদপুর ফেরার জন্য অস্থির হয়ে আছেন। ফরিদপুরের পথে বিপুল ঘোষের সঙ্গী হচ্ছেন ছন্দা ঘোষ, কাজল ঘোষ, অরুন মণ্ডল ও হাসান।

হাসপাতাল সূত্র বলেছে, বিপুল ঘোষ এখন বেশ ভালো আছেন। দিন দিন তিনি আরও সুস্থ হয়ে উঠবেন। একমাস পর রুটিন চেক আপের জন্য তাঁকে একবার ইব্রাহিম কার্ডিয়াকে আসতে হবে।

বিপুল ঘোষের স্ত্রী স্মৃতি কণা ঘোষ তাঁর স্বামীর সুস্থতার জন্য দোয়া-আশীর্বাদ করায় দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিপুল ঘোষ নিজেও ইব্রাহিম কার্ডিয়াকের চিকিৎসক সেবা-কর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর হৃদযন্ত্রের জটিলতা নিয়ে ইব্রাহিম কার্ডিয়াকে ভর্তি হন বিপুল ঘোষ। প্রফেসর ডা. মাসুম সিরাজ প্রথমে ৫ অক্টোবর তাঁর হৃদপিণ্ডে ভাল্ব প্রতিস্থাপন করবার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু বিপুল ঘোষের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৫ অক্টোবর ভাল্ব প্রতিস্থাপন করা যায়নি। পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসার পর ১৫ অক্টোবর শনিবার দুপুরে হৃদপিণ্ডে অপারেশনের মাধ্যমে ভাল্ব প্রতিস্থাপনের সিদ্ধান্ত হয়। বিপুল ঘোষের শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ অক্টোবরও তাঁর হৃদপিণ্ডে অপারেশন করা যায়নি। পরে ১৮ অক্টোবর বিপুল ঘোষের হৃদপিণ্ডে সফলভাবে ভাল্ব প্রতিস্থাপন করা হয়।

(পিএস/এএস/নভেম্বর ০৩, ২০১৬)