নড়াইল প্রতিনিধি : আয়কর প্রদান কার্যক্রম সহজীকরণসহ করনেট সম্প্রসারণ ও জনসচেনতা সৃষ্টির লক্ষ্যে নড়াইলে চার দিনব্যাপী (৪-৭ নভেম্বর) আয়কর মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার সকালে নড়াইল উপকর কমিশনারের কার্যালয় চত্বরে বেলুন ও কবুতর উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা পরিষদ প্রশাসক এ্যাডঃ সুবাস চন্দ্র বোস। 

এসময় নড়াইল পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর বিশ্বাস, চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জামান কর অঞ্চল-খুলনার যুগ্ম কর কমিশনার গনেশ চন্দ্র মন্ডলসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মেলায় ৫টি স্টলের মাধ্যমে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আয় করের টিন নাম্বার খোলা, রির্টান জমা প্রদানসহ আয়কর বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করা হবে। নড়াইল উপকর কমিশনারের কার্যালয়,সার্কেল-১৫,নড়াইল,কর অঞ্চল-খুলনা এর আয়োজনে আগামী ৭ নভেম্বর পর্যন্ত চলবে।

(টিএআর/এএস/নভেম্বর ০৪, ২০১৬)