স্টাফ রিপোর্টার, ঢাকা : রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর ও ধউর এলাকায় বৃহস্পতিবার রাতে ২য় দিনের মত ফরমালিন বিরোধী অভিযান চলে। অভিযান চলাকালে বিপুল পরিমাণে উচ্চমাত্রার ফরমালিনযুক্ত আম, লিচু, জাম, আমলকি ও করমচা ধ্বংস করা হয়েছে।

অভিযানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিএসটিআই পরিদর্শক ও পুলিশসহ প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উত্তরায় বৃহস্পতিবার রাত ৮টা থেকে ২টা পর্যন্ত বিপুল পরিমাণ ফরমালিনযুক্ত আম, জাম, লিচু, করমচা, আমলকি ধ্বংস, ৬ জনকে ৩০ হাজার টাকা জরিমানা এবং অভিযুক্তদের বিরুদ্ধে ১০টি মামলা দায়ের করা হয়।

আব্দুল্লাহপুর চেকপোস্টে প্রায় ৩৫টি ফলের গাড়িতে তল্লাশি চালিয়ে ৫টি গাড়ির মধ্যে ফরমালিনযুক্ত ফল পাওয়া যায়। ফরমালিনযুক্ত ফলের মধ্যে ৪০ ঝুড়ি জাম, ৬৫ ঝুড়ি লিচু, ১ ঝুড়ি আমলকি, ২ ঝুড়ি করমচা ও ৩০ ঝুড়ি আম ধ্বংস করা হয়।

এ ব্যাপারে আব্দুল্লাহপুরের চেকপোস্টে দায়িত্বপালনরত নির্বাহী ম্যাজিস্ট্রেট বদিউল আলম জানান, যেসব ফলে ফরমালিন পাওয়া যাচ্ছে সে সব ফল ব্যবসায়ীদের অর্থদণ্ডের পাশাপাশি তাদের ফল ধ্বংস করা হচ্ছে।

অপরদিকে তুরাগ থানাধীন ধউর চেক পোস্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুল আরিফ, বিএসটিআই পরিদর্শক গোবিন্দ কুমার ঘোষের নেতৃত্বে উপস্থিত পুলিশ পুলিশ সদস্যরা ৫২টি গাড়িতে তল্লাশি চালিয়ে ১০টি গাড়িতে ফরমালিনযুক্ত ফল পায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুল আরিফ জানান, ধউর চেক পোস্টে ২৪৪ ঝুড়ি জাম, ৩২০ ঝুড়ি আম, ১৭০ ঝুড়ি লিচু ধ্বংস এবং ৬ জনকে ৩০ হাজার টাকা জরিমানা ও অভিযুক্তদের বিরুদ্ধে ১০টি মামলা করা হয়েছে।

(ওএস/অ/জুন ১৩, ২০১৪)