ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় একটি দুর্গা মন্দিরে অগ্নিসংযোগ ও কালি মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার ভোর রাতে উপজেলার নারগুন পোকাতি পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সদ্য নির্বাচিত নারগুন ইউপি চেয়ারম্যান পয়গাম আলী কে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী প্রদীপ চক্রবতীর জানায়, শুক্রবার ভোর রাতে দুর্বৃত্তরা দূর্গা মন্দিরে প্রবেশ করে প্রতিমা ও ধর্মীয় কিতাবে অগ্নি সংযোগ করেছে। এদিন পাশের কালি মন্দিরে প্রবেশ করে মন্দিরের প্রতিমাও ভাংচুর করে দুর্বত্তরা।
এ ঘটনা ঘটনার পর এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে।এ ঘটনায় ঠাকুরগাঁও জেলা পূজা উদযাপন পরিষদ কমিটি বিষয়টির তিব্র নিন্দা জানিয়ে জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানায়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান শুক্রবার বিকালে জিজ্ঞাসাবাদের জন্য নারগুন ইউপি চেয়ারম্যান পয়গাম আলীকে আটক করা হয়েছে। উপযুক্ত তদন্ত করে সকল অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনকালে বলেন,পুলিশ জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে। আমরা দ্রুত দুর্বৃত্তদের আইনের আওতায় আনার চেষ্টা করছি।

(এফআইআর/এএস/নভেম্বর ০৫, ২০১৬)