গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা সহস্রাধিক শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ালো জেলা স্বেচ্ছাসেবক লীগ।

শনিবার দুপুরে তারা এক হাজার শিক্ষার্থীকে খাবারের ব্যবস্থা করে। গোপালগঞ্জ শেখ হাসিনা স্কুল এন্ড কলেজ কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে তারা এ খাবারের ব্যবস্থা করে।

সারা দেশ থেকে গোপালগঞ্জ ছোট জেলা শহর ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের খাবার দেবার মতো হোটেল বা রেস্তোরার অভাব রয়েছে।যে কারনে হাজার হাজার শিক্ষার্থী ও তাদের সাথে আসা অভিভাবকদেরকে নানা ঝক্কি-ঝামেলা পোহাতে হয়। থাকার জায়গাসহ খাবার খেতে নানা সমস্যায় পড়তে হয়। এসব বিবেচনায় এনে জেলা স্বেচ্ছাসেবক লীগ এক হাজার শিক্ষার্থীর জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করে।

এ সময় জেলা স্বেচ্ছা সেবক লীগের আহবায়ক আকরামুজ্জামান আকরাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহসিন উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক তাসবিরুল হুদা বাবু, স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিনুল হাসান শাহিন, তৌফিকুল ইসলাম বিটু, সায়মন সিকদার, রিফাতুল ইসলাম, কৃষ্ণ কুমার পাল, মানিক সিকদার, প্রমুখ উপস্থিত ছিলেন।

(পিএম/এএস/নভেম্বর ০৫, ২০১৬)