চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোপুর গ্রামে দুটি বাস একটি একটি আলমসাধুর ত্রিমুখি মুখোমুখি সংঘর্ষে মারা গেছে দু’জন। এ দুর্ঘটনায় ১৩ জন আহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১ টার দিকে মনোহরপুর রাস্তার ওপর এ দুর্ঘটনা ঘটে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, সকাল ১০টার দিকে ঢাকা থেকে জীবননগর ঘুরে দর্শনার দিকে আসছিল পূর্বাশা পরিবহনের যাত্রীবাহী একটি বাস। বাসটি জীবননগরের মনোহরপুর গ্রামের কাছে পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি শাপলা পরিবহনের বাস ও একটি আলমসাধুর সাথে ত্রিমুখি মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যায় পূর্বাশা পরিবহনের হেলপার স্বপন আলী (২৮) ও অজ্ঞাত পরিচয় একজন আলমসাধু চালক। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১৩ জন। তাদেরকে চুয়াডাঙ্গা, জীবননগর ও যশোর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শিরা জানায়, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে রাস্তা ছিল পিছল। এ কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

(টিটি/এএস/নভেম্বর ০৫, ২০১৬)