নিউজ ডেস্ক : মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সম্প্রতি মঙ্গল গ্রহে একটি রহস্যময় আলোর উৎসের ছবি তুলেছে। সে আলোটি মঙ্গলের পৃষ্ঠ থেকে উপরের দিকে ঠিকরে বেরুচ্ছিল। নাসার মঙ্গলযান ‘কিউরিওসিটি’ থেকে এ ছবি তোলা হয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিয়া টুডে।

নাসার মঙ্গলযানের তোলা এ ছবিটি ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। অনেকেই বলছেন, এটি মঙ্গলগ্রহে থাকা প্রাণীদের আলো জ্বালানোর চিহ্ন।

ইউএফও সাইটিংস ডেইলি ওয়েবসাইটের স্কট সি ওয়ারিং তার ওয়েবসাইটে ছবিসহ বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ‘এটাই প্রমাণিত হতে পারে যে, মঙ্গলগ্রহের মাটির নিচে বুদ্ধিমান প্রাণী আছে এবং আমাদের মতোই তারা আলো ব্যবহার করে।’

ওয়েবসাইটে জানানো হয়েছে, এটা সূর্যের আলোর কোনো প্রতিফলন নয় আর ছবি প্রসেসিংয়ের কোনো ত্রুটিও নয়।

প্রায় এক সপ্তাহ আগে ছবি তোলার পর রহস্যময় আলোর সন্ধান পাওয়ার পর সে স্থানে অনুসন্ধান করার জন্য পৌঁছেছে মঙ্গলযান কিউরিওসিটি। কিম্বারলি নামে মঙ্গলগ্রহের সেই স্থানে মঙ্গলযানটি মাটির নমুনা ও প্রাচীন পরিবেশের সূত্র খুঁজে দেখবে।

ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজির মেলিসা রাইস বলেন, ‘মানচিত্রের এ স্থানটিই আমাদের গন্তব্য।’
২০১২ সালের আগস্ট মাসে মঙ্গল গ্রহে অবতরণ করে কিউরিওসিটি। ৩.৮ মাইল চলার পর বর্তমান স্থানে এসেছে মঙ্গলযানটি।

(ওএস/এটি/এপ্রিল ০৯, ২০১৪)