রংপুর প্রতিনিধি :রংপুরে জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের  (জেএমবি) চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, এদের মধ্যে একজন জাপানি নাগরিক কুনিও হোশি হত্যার আসামিদের প্রশিক্ষক।

শনিবার ভোর রাতে রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের শাহাবাজপুরে এসএমবি নামের একটি পরিত্যক্ত ইটভাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।এসময় তাদের কাছ থেকে একটি দেশি পিস্তল, দুইটি চাপাতি একটি চাইনিজ কুড়াল ও চারটি ককটেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের পশুয়া টাঙ্গাইলপাড়ার এরশাদ আলম (২৮), বেলাল হোসেন (৪০), আল-আমীন (২০) ও আশরাফুল ইসলাম (২০)।

গ্রেফতারকৃতদের মধ্যে বেলাল হোসেন রংপুরে জাপানি নাগরিক কুনি হোশিও হত্যা মামলার আসামিদের প্রশিক্ষক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

কোতয়ালি থানার ওসি জাহিদুল ইসলাম জানান, রাতে শাহাবাজপুরে এসএমবি নামের একটি পরিত্যক্ত ইটভাটা এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় জেএমবি সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করে। পুলিশও পাল্টা চার রাউন্ড গুলিবর্ষণ করে। পরে সেখান থেকে চারজনকে গ্রেফতার করা হয়।



(ওএস/এস/নভেম্বর ০৬, ২০১৬)