শেরপুর প্রতিনিধি:শেরপুরে সদর উপজেলার কামারের চর ইউনিয়ন বিএনপি’র সম্মেলনে বক্তব্য দেওয়া নিয়ে দ্বন্দ্বে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় সম্মেলন পন্ড হয়ে গেছে। ৫ নবেম্বর শনিবার রাতে কামারের চর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতৃবৃন্দ সূত্রে জানা যায়, শনিবার রাতে সদর উপজেলার ১ নং কামারের চর ইউনিয়ন বিএনপি’র সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সদর উপজেলার আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলী। এতে সদরের সদস্য সচিব ফরহাদ আলী, যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম, ম. সফিউল আলম চান, আক্রমাজ্জামান রাহাত, সাইফুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সন্ধ্যার পর অতিথি নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মেলনের কার্যক্রম শুরু হলে বক্তব্য দেয়া নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিভক্তি ও দ্বন্দ্ব দেখা দেয়। একপর্যায়ে সভাপতি প্রার্থী মঞ্জু মিয়ার সমর্থক জসিম উদ্দিন নামের এক ছাত্রদল কর্মী ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল বারেককে লাঞ্চিত করে। এনিয়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠলে জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ সম্মেলন স্থগিত করে ঘটনাস্থল ত্যাগ করেন। এনিয়ে স্থানীয়ভাবে বিএনপির নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

শেরপুর সদর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, বক্তব্য দেওয়া নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে কামারের চর ইউনিয়ন বিএনপি’র সম্মেলন স্থগিত করে নেতৃবৃন্দ চলে আসেন।









(এইচবি/এস/নভেম্বর ০৬, ২০১৬)