শেরপুর প্রতিনিধি:প্রায় ১০ বছর পর ৬ নবেম্বর রবিবার শেরপুরের শ্রীবরদী উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শহরের খামাড়িয়া পাড়া এলাকায় বিএনপি নেতা আব্দুস সামাদ মিয়ার ধানের খোলায় অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।

দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের বাইরে থেকে নেতাকর্মীরা ঝিমিয়ে পড়লেও দ্বি-বার্ষিক সম্মেলনে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। তবে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি পদে আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আব্দুল হাকিম এবং সাধারণ সম্পাদক পদে যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম দুলালের নাম পুনরায় ঘোষণা করা হলে নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফুটে ওঠে। যদিও আব্দুল হাকিম গত পৌর নির্বাচনে হারার পর থেকেই আমেরিকা প্রবাসী হয়েছেন। রবিবার সম্মেলনেও তিনি মোবাইল ফোনে আমেরিকা থেকে বক্তব্য প্রদান করেন।

দলীয় সূত্রে জানা যায়, জেলা বিএনপি’র আহ্বায়ক মাহমুদুল হক রুবেল দুপুরে শ্রীবরদী উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক আশিষ, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম স্বপন, ইমদাদ মাস্টার, আওয়াল চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান রুপন।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বকসীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ফকরুজ্জামান মতিন, জেলা মহিলা দলের সাধারন সম্পাদিকা লিপি আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান রূপন, উপজেলা ওলামা দলের সভাপতি ফরহাদ আলী, উপজেলা কৃষক দলের সভাপতি আবু হারিজ বাচ্চু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক অকুল, বিএনপি নেতা আনিসুর রহমান প্রমুখ।

এছাড়া উপজেলার সকল নেতা-কর্মীদের উদ্দেশ্যে আমেরিকা থেকে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সাবেক মেয়র আব্দুল হাকিম। সম্মেলনে সকল কাউন্সিলরের সম্মতিক্রমে জেলা বিএনপির আহবায়ক মাহমুদুল হক রুবেল আব্দুল হাকিমকে সভাপতি ও আব্দুর রহিম দুলালকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন।






(এইচবি/এস/নভেম্বর ০৭, ২০১৬)