লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি :নড়াইলের লোহাগড়া উপজেলার শতদল মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাংচুর করেছে ওই বিদ্যালয়ের একদল শিক্ষার্থী। গত রবিবার সন্ধ্যায় এ ভাংচুরের ঘটনা ঘটে । শহীদ মিনার ভাংচুরের ঘটনার পর সোমবার নড়াইলের পুলিশ সুপার,অতিরিক্ত পুলিশ সুপার, লোহাগড়া থানার ওসি এবং ইতনা ইউপি’র চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রবিবার (৬ নভেম্বর) বিকালে ওই বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয় মাঠে খেলাধূলা করে। সন্ধ্যার কিছুক্ষণ আগে ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী রনি মুন্সীর নেতৃত্বে ৯ম শ্রেণির শিক্ষার্থী রাজু শেখ, ৭ম শ্রেণির শিক্ষার্থী লিমন মুন্সী, ৯ম শ্রেণির শিক্ষার্থী আব্দুল কাদের ও ৭ম শ্রেণির শিক্ষার্থী হাকিবুর রহমান পরস্পর যোগসাজগে বিদ্যালয় চত্ত্বরে অবস্থিত শহীদ মিনারের দুটি স্তম্ভ ক্রিকেট খেলার ব্যাট দিয়ে ভেঙে ফেলে। বিদ্যালয়ের নৈশ প্রহরী মোবাইল ফোনের মাধ্যমে শহীদ মিনার ভাংচুরের বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামানকে জানান।

প্রধান শিক্ষক মনিরুজ্জামান দুপুরে সাংবাদিকদের জানান, শহীদ মিনার ভাংচুরের ঘটনায় জড়িত শিক্ষার্থীদের চ‎িহ্নিত করা হয়েছে।
খবর পেয়ে সোমবার দুপুরে নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম এবং ইতনা ইউপি’র চেয়ারম্যান নাজমুল হাসান (টগর) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লোহগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা জানান, অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, ওই বিদ্যালয়ে অধ্যয়নরত শিশু শিক্ষার্থীরা ক্রিকেট খেলার ব্যাট দিয়ে শহীদ মিনারের দুটি স্তম্ভ ভেঙ্গে ফেলেছে এবং এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
লোহাগড়া, নড়াইল



(আরএম/এস/নভেম্বর ০৭, ২০১৬)