মোসাহেবি
.............................................................

হ্যাঁ,এটা সত্যি যে
বিপ্লব দেওয়া যায় কিংবা হিংসা
অথচ নিশ্চিত ভাত দেওয়া বেশ কঠিন
ভাত-ই জীবন গড়ে,স্বপ্নঘুমে অচেতন
মনে কখনো ক্ষুধা ডাকে না সত্য হয়ে
কেবল স্মৃতির বারণাবতে জতুগৃহ জ্বলে যায়
মেঘবালিকার আর্ত-চিৎকারে

তবে কি কিংকর্তব্যবিমুঢ় অথর্ব হয়ে
নির্বাক বসে বসে তৃণ চর্বনই শেষকথা হবে
কি বন্ধু,একটুও কি সুখ-দুঃখের কথা হবে না
কেবল স্তুতি দিয়েই আকাশে রামধনু আনা যাবে
তবে তো মোসাহেব-ই ইতিকর্তব্য
না কি অন্য কোনো মিথ্যে কথা বলুন---!



অজানা সত্য

.......................................................................

চোখ তো অন্তর্যামী দেখা
মুখের থেকে মনের মধ্যে উঁকি দেয়
সাবলীল পেশাদার খুনি

শীতল হাতে মুঠো করে ধরে বরফের স্তুপ
হাসে দেখি ছিনালের মতো
এত সাবধানতা তবু ফেটে যায় অবাধ্য স্রোত
চুঁয়ে নামে গভীর থেকে গভীরে

পরশ তোমার সোনার মতো
লেগে থাকে চোখের কোনে
নীল মাছি উড়ে বেড়ায় ফেনিল মুখে
কিছু দূরে নির্নিমেষ অপরাধী

চোখের ময়নাতদন্ত হলে জানা যেত
অজানা সত্য ।

ব্যর্থ বিপ্লবের অভিমান

................................................................

আকাশ যদি ভাসমান মেঘের আঁতুড়ঘর হয়
তবে কি কি ক্ষতি হতে পারে হতভাগ্য জীবের
তা'জানতে আকাশকে বের করে ছুঁড়ে দিতে হবে
খোলা আঁতুড়ঘরের বারান্দায় যেখানে জননীস্তনে
মুখ রেখে ঈষৎ পা দোলাতে দেখি শিশুকে

কালো রঙের সীমাতে এঁকে রেখে যায় বিভাজন
স্পষ্ট বুঝতে পারি নিঃস্ব শূন্যের দিকে এই উড়ান
ফলপ্রদ হবে না কখনো জেনেও এই নাটুকে দৃশ্য
বারংবার তুলে ধরে নোনাসমুদ্রের অবিরল স্রোত
কখনো ভাঙণ এলে সবকিছু ডুবে যাবে নির্দিষ্ট নিয়তি

সতর্ক পদক্ষেপে আলোর অধিক যে অগ্নিশিখা
ক্রমশঃ গিলে খেতে চায় বৈপ্লবিক মূল্যবোধ ও জ্ঞান
তাই ক্রমে ক্রমে নিভে যেতে থাকে জঙ্গলের অন্ধকারে
পড়ে থাকে বরফশীতল অভিমান জীবন্ত ফসিলে---