স্টাফ রিপোর্টার : সোহরাওয়ার্দী উদ্যান ও নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপি। তবে সেসব জায়গায় অনুমতি না মিললেও পুলিশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে। এর জন্য তাদের ২৭টি শর্তও বেঁধে দেয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

২৭টি শর্তের মধ্যে রয়েছে- মিলনায়তনের ভেতরেই কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে, সাড়ে ৪টার মধ্যে সার্বিক কার্যক্রম শেষ করতে হবে, রাষ্ট্রবিরোধী বক্তব্য দেয়া যাবে না।

তবে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হলেও সেখানে সমাবেশের জন্য বিএনপি অনুমতি চায়নি বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী।

(ওএস/এএস/নভেম্বর ০৮, ২০১৬)