জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ ২১ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

এর মধ্যে পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রাম থেকে ১৮২ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারত সীমান্তের পশ্চিম রামচন্দ্রপুর গ্রামে মাদকদ্রব্য বেচা-কেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটকরা হলেন, রামচন্দ্রপুর গ্রামের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ইশারত আলীর স্ত্রী নাজমা বেগম (৪২) ও মৃত হোসেন আলীর ছেলে রাজু আহম্মেদ (২৪)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

অন্যদিকে ভোরে অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন অপরাধে আরো ১৯ জনকে আটক করা হয়। এর মধ্যে জয়পুরহাট সদর থানায় সাতজন, পাঁচবিবি থানায় তিনজন, আক্কেলপুর থানায় দুজন, ক্ষেতলাল থানায় চারজন, কালাই থানায় একজন ও গোয়েন্দা পুলিশ দুজন আটক করেছে। জয়পুরহাট পুলিশ সুপার রশীদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

(ওএস/এএস/নভেম্বর ০৮, ২০১৬)