মদন (নেত্রকোণা)প্রতিনিধি : নেত্রকোণা ও ব্রাক্ষণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা, বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগ ও সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সামনের সড়কে সাংস্কৃতিক কর্মীবৃন্দের উদ্যেগে মানবন্ধন ও সমাবেশ অনুষ্টিত হয়। বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত মানবন্ধন অনুষ্টিত হয়।

মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মোহাম্মদ মাহফুজুর রহমান, জোবাইদা রহমান মহিলা কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন,স্কুল অব এক্সিলেন্সের অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী,প্রভাষক নজরুল ইসলাম ভূঁইয়া, প্রধান শিক্ষক আব্দুল হান্নান তালুকদার, সাবেক ছাত্রলীগ সভাপতি ও প্রভাষক রায়াহান আহম্মদ সিদ্দিকী, সহকারী শিক্ষক বেলী আক্তার প্রমুখ।

বক্তারা অবিলম্বে নেত্রকোণা ও ব্রাক্ষণবাড়িয়া সহ বিভিন্ন স্থানে মন্দিরে হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেন।




(এএমএ/এস/নভেম্বর ০৮, ২০১৬)