গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি :গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকার ধানখেত থেকে সোমবার রাতে মঙ্গল মার্ড্ডি (৫০)নামের আরও এক সাওতালের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পার্শবর্তী দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা দান্দুপুর গ্রামের মৃত জ্যাঠা মার্ড্ডির  ছেলে। ময়না তদন্তের পর লাশ বিকেলে সাহেবগঞ্জ আদিবাসী পল্লীতে আনা হলে তার আত্মীয় স্বজনরা লাশ সনাক্ত করে।  

এলাকাবাসী ও পুলিশের ভাষ্য, স্থানীয় লোকজন গতকাল রাত ১০টার দিকে সাহেবগঞ্জ এলাকার একটি ধান খেতে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন। তাঁরা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার আজ মঙ্গলবার মুঠোফোনে বলেন, উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গেছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর কারণ জানা যাবে।

গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে রবিবার পুলিশ ও চিনিকল শ্রমিক কর্মচারীদের সঙ্গে সাঁওতাল সম্প্রদায়ের লোকজনের সংঘর্ষ হয়। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়। তাদের মধ্যে নয়জন পুলিশ তীরবিদ্ধ, চারজন গুলিবিদ্ধ হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ সাঁওতাল শ্যামল হেমব্রম (৩৫) রবিবার রাতে মারা যান। তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার ধনগইন গোমেষ¦রপুরের বাসিন্দা বলে জানা গেছে।

সাহেবগঞ্জ-বাগদাফার্ম ইক্ষু খামার জমি উদ্ধার সংহতি কমিটির সহসভাপতি ফিলিমন বাস্কের বলেন গতকাল সোমবার রাতে যাঁর লাশ উদ্ধার করা হয়েছে, তিনি সাঁওতাল সম্প্রদায়ের সদস্য । সংঘর্র্ষের ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। ফিলিমন বাস্কের অভিযোগ, পুলিশের গুলিতে তাঁদের চারজন গুলিবিদ্ধ হয়। এর মধ্যে দুজন মারা গেল। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও কয়েকজনকে খুঁজে পাওয়া যাচ্ছেনা।

এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কল্যাণ চক্রবর্তী বাদী হয়ে রবিবার রাতে ৪২ জনের নাম উল্লেখ করে প্রায় ৪০০ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে মামলা করেন। এই ঘটনায় আজ সকাল পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়াল জানান গত ১ জুলাই সাওতালরা খামারের প্রায় ১০০ একর জমি দখলে নিয়ে তারা ঘর নির্মাণ করে বসতি স্থাপন করে ।গত রোববার চিনিকলের খামারে রোপণ করা আখ বীজ হিসেবে সংগ্রহের জন্য কাটতে গেলে সাঁওতালেরা বাধা দেয়। ঘটনাস্থলে পুলিশ পৌছিলে সংঘর্ষের ঘটনা ঘটে।

গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ আজ বিকেলে মাদার পুর ও জয়পুর আদিবাসী পল্লীতে ৫০০জন সাওতালের প্রত্যেককে চাল ও ২শ” থেকে ৫শ’ টাকা কওে বিতরন করেন। আর নিহত মঙ্গল মার্ড্ডিও সৎকারের জন্য ১০ হাজার টাকা প্রদান করেন। ।













(এসআরডি/এস/নভেম্বর ০৯, ২০১৬)