রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে প্রতিবন্ধী ননদকে হত্যার দায়ে সেরিয়ারা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে রাজশাহীর বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক বেগম জাকিয়া পারভীন জনাকীর্ণ আদালতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সেরিয়ারা খাতুন জেলার গোদাগাড়ির রসুলপুর কুমদপুর এলাকার মনিরুল ইসলামের মেয়ে। রায় ঘোষণার সময় সেরিয়ারা খাতুন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট মো. শফিকুল এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে তিনি জানান, ২০১৫ সালের ৭ জুলাই গোদাগাড়ির কাঁকনহাটে প্রতিবন্ধী ননদ রুশনারাকে (৪৫) গলা টিপে হত্যা করেন সেরিয়ারা খাতুন। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেন।

এ নিয়ে ওই দিনই গোদাগাড়ী মডেল থানায় হত্যা মামলায় হয়। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই দণ্ডাদেশ দেয়া হয়। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।

(ওএস/এএস/নভেম্বর ০৯, ২০১৬)