গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের শিবপুর গ্রামের আব্দুল গণির পুত্র আব্দুল লতিফ (২৬) এর ঝুলন্ত লাশ বুধবার ভোরে উদ্ধার করেছে পুলিশ।

নিহতের পিতা আব্দুল গণি জানান, নববধূ’র দেয়া অপমান সইতে না পেরেই নববধূর ওড়না গলায় পেঁচিয়ে আত্মাহত্যা করেছে তার পুত্র।

পরিবারিক সূত্র জানায়, গত ৪ নভেম্বর আব্দুল লতিফের সাথে বোকাইনগর ইউনিয়নের মিরিকপুর গ্রামের আব্দুল বারেকের কন্যা আকলিমা আক্তারের বিয়ে হয় এবং নববধুকে বরণ করেন।

সোমবার নববধূকে সঙ্গে নিয়ে শশুরালয়ে বেড়াতে আসেন বর আব্দুল লতিফ। ছেলের সমস্যা আছে জানিয়ে মঙ্গলবার বরের বাবা, দাদা তাজ্জত আলী ও ছোট ভাই আব্দুল ইসহাক নিয়ে কনের বাড়িতে সালিশ অনুষ্ঠিত হয়। শারীরিকভাবে অসুস্থ্য থাকার অভিযোগেই এ সম্পর্কের ইতি টানতে কনেপক্ষ চাপ দেন। অমীমাংসিত সালিশ শেষে বর আব্দুল লতিফকে সঙ্গে নিয়ে পরিবারের লোকজন রাতে বাড়ি ফেরে। তবে নববধুকে নিয়ে বাড়ি ফিরতে পারেনি বর আব্দুল লতিফ।

নিহতের পিতা আব্দুল গণি জানান, নববধূ’র দেয়া অপমান সইতে না পেরেই আমার পুত্র নববধূর ওড়না গলায় জড়িয়ে সে আত্মাহত্যা করেছে। গৌরীপুর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোর্শেদুল হাসান খান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। এ পর্যন্ত কোন মামলা হয়নি।





(এসআইএম/এস/নভেম্বর ০৯, ২০১৬)