চুয়াডাঙ্গা প্রতিনিধি :সরকারের ভিশন ২১ বাস্তবায়নের লক্ষ্যে চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে ভিক্ষুকমুক্তকরণ প্রক্রিয়া শুর হয়েছে। আজ বুধবার দুপুরে জেলার আলমডাঙ্গা থেকে আনুষ্ঠানিকভাবে পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা  প্রশাসক সায়মা ইউনুস।

উদ্বোধনের প্রথম দিনে উপজেলার হারদী ইউনিয়নের ৪১ জন ভিক্ষুককে একটি করে ছাগল ও সংসারের রান্নার কাজে ব্যবহৃত বেশকিছু উপকরণ বিতরণ করা হয়।এর আগে হারদী ইউনিয়ন পরিষদ চত্বরে ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা প্রশাসক সায়মা ইউনুস।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতি. জেলা প্রশাসক আনজুমান আরা, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান ও উপজেলা ভূমি কর্মকর্তা সাইফুল ইসলাম।

জেলা প্রশাসক সায়মা ইউনুস তার বক্তব্যে বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে চুয়াডাঙ্গাকে ভিক্ষুকমুক্ত করা হবে। আর সেই লক্ষ্যে কাজ করছে জেলা প্রশাসন। আজ ৪১ জনকে পুনর্বাসনের মধ্যদিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে তাদেরকে নগদ টাকা, বাড়ি ও ব্যবসার মূলধন দিয়ে সহযোগিতা করে স্বাবলম্বী করে গড়ে তোলা হবে বলে।







(টিটি/এস/নভেম্বর ০৯, ২০১৬)