খালেদ সরফুদ্দীন


রাজনী‌তি কি একধর‌নের খেলা? না‌কি অংকের সূত্র‌বিলাস! হতেও পা‌রে এতগু‌লো সাদামানুষ আটবছর যাবত একজন কা‌লো মানু‌ষের শাসন সহ্য কর‌ে‌ছে, এবং এই কা‌লোটা‌কে ম্যাডাম সমর্থন কর‌ে‌ছেন ব‌লেই সাদা মেমটা টার্গ‌েট ছি‌লো স্বজা‌তের কা‌ছে ! সংখ্যাগর‌িষ্ট সাদা‌দের বর্ণবাদী চেহারার প্র‌তিফলন এই নির্বাচন ! কিম্বা এমনও তো হ‌তে পা‌রে আমে‌রিকার জনগণ দুইবা‌র‌ের বে‌শি এক‌টি দল‌কে ক্ষমতায় দেখ‌তে চায় না !

আমার ১৬ + মে‌য়ে‌টিরও মন খারাপ । রাত ৩টায় বান্ধবীর ফোন পে‌য়ে ও‌দের আলোচনা শুনলাম । ওরা বার্ন‌িকে চে‌য়ে‌ছিল, কাজও কর‌ে‌ছিল ওই সি‌নেটর‌ের জন্য। সকা‌লে মে‌য়ে‌কে ড্রপ কর‌ে দেওয়ার সময় আলাপ করলাম ও‌দের একটাই কথা মেম তেমন ভা‌লো বল‌ছে না, ত‌বে বর্ণবা‌দের খপ্প‌রে গোটা আমের‌িকা সেটা সবার ধারণা ।

‌নির্বাচ‌নের আগের দিন কিছু সমস্যা দেখা দেওয়া‌তে গাড়ির ডাক্তা‌রের কা‌ছে গি‌য়ে‌ছিলাম। ওখা‌নেই ইমাম সা‌হে‌বের সা‌থে দেখা । ভদ্র‌লোক চমৎকার প্র‌মিত বাংলায় কথা ব‌লেন । আম‌ি চি‌নি তাকে; টি‌ভি চ্যা‌নে‌লের টক‌শোর আড্ডাবাজী‌তে প্রায় দে‌খি । আমার সা‌থে ভাঙা ইং‌রেজী‌তে কথা বল‌ছি‌লেন । একসময় আমিই বললাম আপ‌নি সুন্দর বাংলা বল‌তে পা‌রেন । প্রথ‌মেই ধমক, মুস‌লিম হ‌য়ে কেন দাড়ি নাই টাই‌পের কথা শু‌নে আমিও চান্স নিলাম, আচ্ছা হযরত কা‌কে ভোট দিচ্ছ‌েন ?

আমার জ্ঞান হারানোর মতো অবস্থা, ইসলা‌মে না‌কি নারী নেতা হারাম ফ‌তোয়া শু‌নে । অথচ এই একই রে‌জিষ্টার্ড ডে‌মোক্র‌েট মোল্লা টি‌ভি‌তে মেমকে ভোট দেওয়ার জন্য ব‌লে বেড়াচ্ছ‌ে ! আচ্ছা আমা‌দের নির্বা‌চিত মহামান্য অভি‌নেতার ভো‌টের বাক্স‌ে এইসব ভন্ড‌দের সমর্থন ছিল না তো ?

বাঘাবাঘা ইলেকট্র‌নিক এবং প্র‌িন্টিং মি‌ডিয়া রাজাম‌হোদ‌য়ের শুধু দোষ খুঁজে বে‌ড়ি‌য়ে‌ছে । নিজদ‌লের তেমন কেউ ছি‌লো না সা‌থে । অথচ অন্য‌দি‌কে মে‌মের পেছ‌নে পু‌রো প্রসাশন ! আমেরিকার জনগন তাঁদের যোগ্য নেতা‌কে খুঁজে নিয়‌েছেন । রাজা অবশ্যই সাদা বাড়ির ইজ্জত রক্ষা কর‌তে পার‌বেন।

আমার ম‌নে হয়না নির্বা‌চিত মহামান্য লেখক খারাপ মানুষ । রাজাবাদশাদের একটু আধটু রঙিন দোষ থা‌কে । একজন সফল ব্যবসায়ী সবার মু‌খে চুনকালি দি‌য়ে রাজনী‌তি‌তে ও বাজীমাত কর‌লেন মে‌মের ম‌তো একজন সফল ম‌হিলার সা‌থে ।

মহামান্য রাজা অংক মেলা‌বেন । রাজনী‌তিতে খেলার অংক একজন লেখক অভি‌নেতার জন্য তেমন জ‌ঠিল কিছু না ।

আমা‌দের আমে‌রিকা সব‌কিছু‌তে সফলতার মাথা উঁচু ক‌রে থাকুক ।

লেখক : আমেরিকা প্রবাসী।