শেরপুর প্রতিনিধি : সাঁতার না জানায় শেরপুরে পকুরের পানিতে ডুবে ষষ্ঠ শ্রেনীর এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের রাজবল্লভপুর এলাকায় নানার বাড়ীতে এ ঘটনা ঘটে।

নিহত প্রীতম (১৩) স্থানীয় নবারুণ পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণীর এ-সেকশনের শিক্ষার্র্থী এবং সদর উপজেলার বয়রা পরাণপুর গ্রামের আব্দুল হালিম-টুম্পা দম্পতির সন্তান।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলছাত্র প্রীতমের বাবার বাড়ী বয়রা পরাণপুর গ্রামে হলেও সে শহরের রাজবল্লভপুর এলাকায় নানার বাড়িতে থেকে পার্শ্ববর্তী নবারুণ পাবলিক স্কুলে পড়াশুনা করতো। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে বাড়ির সামনের পুকুর পাড়ে খেলা করার সময় আকস্মিকভাবে সে পুকুরের পানিতে পড়ে যায়। সাঁতার না জানায় সে ডুবে যায়। পরে তাঁর লাশ ভেসে ওঠে। প্রীতমের বাবা-মা দু’জনই বৃহস্পতিবার ঢাকায় আত্মীয়ের বাড়ীতে বেড়াতে যান। সংবাদ পেয়ে শুক্রবার তাঁরা দুপুরে শেরপুরের পথে রওণা হয়েছেন। এ ঘটনায় নবারুণ শিক্ষা পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মাঝে শোকের চায়া নেমে আসে।

নবারুণ পাবলিক স্কুলের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, পুকুরের পানিতে ডুবে ষষ্ঠ শ্রেনীর স্কুলছাত্র প্রীতম নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।


(এইচবি/এটিআর/জুন ১৩, ২০১৪)