কালিয়া(নড়াইল)প্রতিনিধি :আওয়ামী লীগ কর্মীর রগ কর্তনসহ অপকর্মের বিষয়ে সংবাদ প্রকাশের কারনে দৈনিক সমকালের কালিয়া প্রতিনিধি ও কালিয়া প্রেসক্লাবের সভাপতি মশিউল হক মিটু সহ ৪৬ আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামী করে হয়রানি মূলক মামলা করেছে কলাবাড়িয়া গ্রামের বিএনপি নেতার ভাই গোলাম মোস্তফা তালুকদার। ওই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা সহ সাংবাদিকদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

জানা যায়, নড়াইল জেলা বিএনপির সহ সভাপতি অলিউর রহমানের নেতৃত্বে গত ১ নভেম্বর সকালে স্বশস্ত্র বিএনপি ক্যাডাররা কলাবাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী খায়ের সরদারের রগকর্তন সহ ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শের আলীকে কুপিয়ে ও নড়াগাতি থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহসিন তালুকদারকে পিটিয়ে আহতের ঘটনায় গত ২ নভেম্বর “ কালিয়ায় আ’লীগ কর্মীর রগ কর্তন ও এর আগে ওই বিএনপি নেতার চাচাতো ভাইয়ের পুত্র সজীব কতৃক এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনা গত ১২ অক্টোবর “ কালিয়ায় স্কুল ছাত্রী ধর্ষিত ধর্ষক আটক” শিরোনামে দৈনিক সমকালে সংবাদ প্রকাশের কারনে ওই ক্যাডাররা ক্ষিপ্ত হয়ে গত ৯ অক্টোবর নড়াইলের নড়াগাতি আমলী আদালতে বিএনপি নেতা হাসমত তালুকদরের ভাই গোলাম মোস্তফা তালুকদার ওই সাংবাদিক সহ ৪৬ জনের বিরুদ্ধে এমপি-৩৫/১৬ নম্বর মামলা দায়ের করলে আদালত মামলাটি রেকর্ড ভূক্ত করার জন্য নড়াগাতি ওসিকে আদেশ দিলে মামলাটি ওই দিন রাতে থানায় নথি ভুক্ত হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে। মামলা নম্বর-৫(১১)১৬।

সংবাদ প্রকাশের কারনে সাংবাদিককে আসামী করে মামলা দায়েরর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন,কালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি মোল্যা ইমদাদুল হক, আওয়ামী লীগ নেতা সাবেক পৌর মেয়র একরামুল হক টুকু, মোঃ ওয়াহিদুজ্জামান হীরা, নড়াগাতি থানা আওয়ামী লীগের সভাপতি হাফেজ আলহাজ মফিজুল হক, সাধারণ সম্পাদক খাজা নাজিমুদ্দিন, নড়াগাতি থানা যুবলীগের সভাপতি সোহরাব হোসেন, কলাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোল্যা নজরুল ইসলাম,কালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহীদুল ইসলাম শাহী, সহ সভাপতি গোলাম মোর্শেদ,যুগ্ম সম্পদক মাসুমরেজা অর্থ সম্পাদক কামরুজ্জামান কামাল ।

বিবৃতি দাতারা হয়রানি মূলক মামলা থেকে সাংবাদিক মিটু সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের অব্যহতি দাবি করেছেন।







(এমএইচএম/এস/নভেম্বর ১০, ২০১৬)